Some secret facts about Corona / COVID-19 that everyone in the universe needs to know:-
1) The Corona virus is not a living organism. It is a protein molecule (D N A). To protect the snail's opening, it has a) layer of fat around it. When our eyes are absorbed into the mouth or nose cells or membranes (of course unknowingly), those cells multiply and become aggressive. That is why it is said that the nose is not to give unnecessary hands to the face and eyes.
2) Since the virus is not a protein molecule, it cannot be killed, but it is itself decayed. The existence or destruction of it depends on the nature, temperature, and humidity of the object or substance in which it is located.
3) The corona virus is very fragile, the only layer around it is its guard. The best detergent is any good soap or detergent. Therefore, for at least 20 seconds or more, you will need to wash your hands repeatedly with a lot of foam to soak your hands with soap. The soap coroner's armor melts the fat and suppresses the virus.
4) Heat the fat in the heat. That's why it's best to wash your clothes and wash your hands in hot water at a temperature of 25 degrees Celsius. Also hot water soap makes foam faster and more effective.
5) A mixture containing more than 65% alcohol breaks down the fat armor of any fat, especially the corona virus, and finishes it.
6) A mixture of 1% bleaching powder and 5% water eliminates corona virus protein from the inside.
7) OXYGENATED or oxygen-rich water or peroxide helps in the pursuit of soap, alcohol, chlorine, and the virus protein. But pure oxygenated water should be used, otherwise the skin will be damaged.
8) Since the corona virus is not a living molecule like bacteria, it will not work with antibiotics or bactericidal. To break this virus, soap, more than sixty-five percent of the alcohol will need a mixture.
9) We should not be used to tossing unused or unused clothes etc. When the corona virus molecule resides in a porous object, it is much like glue. It can last up to three hours in cloth, four hours in wood and copper, twenty-four hours on cardboard, forty-two hours on metal, twelve hours on plastic. The corona virus floats in the air for three hours when it is flushed with feathers and can then enter the nose.
10) Corona virus is very cold in outdoor cold, man-made cold - as in home AC, especially in humid, damp conditions and in the dark. The humid climate and bright environment can quickly destroy it.
11) If the virus is placed on an object, applying ultraviolet light or rays on that object breaks down its protein. With this light, the mask can be disinfected and reused, but if inadequate, the protein in our skin may be damaged and skin can be damaged. Could The Corona virus cannot penetrate healthy and healthy skin.
12) Vinegar, cholera does not work in suppressing the liquid and aloe corona virus.
13) Listerine is used to prevent wound healing if more than fifty percent alcohol is in it.
14) The narrower the location, the more likely it is that the virus will sit. Open-air ventilation is not appropriate for the Corona virus.
15) Mucous membranes, food, locks, handles, switches, buttons, remote controls, cell phones, watches, computers, TVs, tapscale keys, etc. should be washed thoroughly before and after going to the bathroom or toilet.
16) After washing the hands, the hands should be dry, because the virus molecules may be hidden in tiny tiny scales.
17) Finger nails, in particular, should be kept as small as possible by keeping the dead virus molecules hidden.
The above memorandum is probably presently genuine
Fits in with the situation. So we need to make these suggestions very careful.
++++++++++++++++++++++++++++++
Writing on the advice of various newspapers and doctors. If you have the error, please comment.
***** !!!!!!! Sharing again and again towards the interests of you and everyone ***** !!!!!!!
_____________________________________________________
করোনা/COVID-19 নিয়ে কিছু গুুত্বপূর্ণ তথ্য যা বিশ্বব্রহ্মাণ্ডের সকলকের জানা খুব জরুরি:-
1করোনা ভাইরাস কোনও জীবন্ত দেহী না। এটি একটি প্রোটিন অণু (D N A)। শামুকের যেমন খোলা থাকে তার আত্মরক্ষা করবার জন্য,তেমনি এর চারদিকে একটি) চর্বির স্তর থাকে। যখন আমাদের চোখ মুখ ও নাকের সেল বা ঝিল্লিতে শুষে নেওয়া হয়( অবশ্যই অজান্তেই ) তখন ঐ সেলগুলি বহুগুণিত ও আগ্রাসী হয়। সেইজন্যই বলা হচ্ছে নাক মুখ ও চোখে অকারণে হাত না দিতে।
2) যেহেতু ভাইরাসটি একটি প্রোটিন অণু , জীবন্ত নয় তাই এটিকে মেরে ফেলা যায় না, তবে এটা নিজে নিজে ক্ষয়প্রাপ্ত হয়। এটার অস্তিত্ব বা বিনাশ নির্ভর করে এটা যেখানে বা যে বস্তুুতে বা পদার্থে থাকে তার প্রকৃতি, তাপমাত্রা, ও আর্দ্রতার উপর।
3) করোনা ভাইরাস খুব খুব ভঙ্গুর, একমাত্র এর চারপাশের স্তরটাই এর রক্ষাকবচ। যেকোন ভালো সাবান বা ডিটারজেনট(পরিষ্কারক) হল এর অন্যতম সর্বশ্রেষ্ঠ প্রতিষেধক। সেইজন্য অন্ততপক্ষে 20 সেকেন্ড বা তার বেশি সময় ধরে হাত সাবান দিয়ে কচলা কচলি করে প্রচুর ফেনা উঠিয়ে হাত ধুতে হবে বারবার। সাবান করোনার বর্ম ঐ চর্বিকে গলিয়ে ছিন্নভিন্ন করে ঐ ভাইরাসকে দমন করে।
4) উত্তাপে চর্বি গলে। সেইজন্য 25 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার উপরের গরম জলে হাত কাপড়চোপড় ও অন্যকিছু ধোওয়া খুব ভালো। এছাড়াও গরম জল সাবানের ফেনা দ্রুত বেশি তৈরি করে এবং তা অধিকতর কার্যকরী।
5) 65% এর বেশি অ্যালকোহলযুক্ত কোনো মিশ্রণ যেকোন চর্বি বিশেষতঃ করোনা ভাইরাসের চারপাশের চর্বির বর্মকে ভেঙে চুরমার করে ওটাকে শেষ করে।
6) 1 ভাগ ব্লীচিং পাউডার ও 5ভাগ জলের মিশ্রণ করোনা ভাইরাসের প্রোটিনটিকে ভেতর থেকে ভেঙ্গে শেষ করে ফেলে।
7) OXYGENATED বা অক্সিজেন সমৃদ্ধ জল বা পারক্সাইড সাবান, অ্যালকোহল, ক্লোরিন এর অনুসরণে অনেকক্ষণ সাহায্য করে এবং ভাইরাস প্রোটিনটিকে নষ্ট করে। কিন্তু বিশুদ্ধ অক্সিজেনেটেড জল ব্যবহার করতে হবে, নাহলে চামড়ার ক্ষতি হবে।
8) করোনা ভাইরাস যেহেতু ব্যাক্টেরিয়ার মতো কোনও জীবিত অণু নয়, তাই অ্যান্টিবায়োটিক বা ব্যাক্টেরিয়ানাশক দিয়ে কোনো কাজ হবে না। এই ভাইরাসকে ভাঙতে সাবান, শতকরা পঁয়ষট্টি ভাগের বেশি অ্যালকোহলযুক্ত মিশ্রণই লাগবে।
9) আমরা যেন অহেতুক ব্যবহৃত বা অব্যবহৃত কাপড়চোপড় ইত্যাদি না ঝাকানোর কাজ করি। করোনা ভাইরাস অণু যখন কোনো সছিদ্র বস্তুর মধ্যে অবস্থান করে তখন অনেকটা আঠার মতো লেগে থাকে। এটা কাপড়চোপড়ে তিনঘণ্টা, কাঠ ও তামায় চারঘণ্টা,কার্ডবোর্ডে চব্বিশ ঘন্টা, Metal এ বেয়াল্লিশ ঘন্টা, প্লাস্টিকে বাহাত্তুর ঘন্টা অবস্থান করতে পারে। পালকের ঝাড়ু দিয়ে ঝাড়লে করোনা ভাইরাস বাতাসে তিন ঘন্টা ভেসে থাকে এবং তখন তা নাকে ঢুকে যেতে পারে।
10) করোনা ভাইরাস বাইরের ঠাণ্ডায়, মনুষ্য সৃষ্ট ঠাণ্ডা -- যেমন বাড়ি গাড়ির এ সি তে বিশেষতঃ আর্দ্রতা তথা স্যাঁতসেতে অবস্থা ও অন্ধকারে খুবই ঘাঁটি গেরে বসে সুস্থিত থাকে। অনার্দ্র ঊষ্ঞ ও উজ্জ্বল পরিবেশ এটাকে দ্রুত নাশ করতে পারে।
11) কোনো বস্তুর উপরে এই ভাইরাস থাকলে সেই বস্তুর উপরে অতিবেগুনি আলো বা রশ্মি প্রয়োগ করলে এর প্রোটিন টা ভেঙ্গে যায়।এই আলো দিয়ে মাস্ক জীবাণুমুক্ত করে পুনর্ব্যবহার করা যেতে পারে, কিন্তু অসাবধান হলে আমাদের চামড়ার প্রোটিন নষ্ট হয়ে ত্বক কুঞ্চিত হতে পারে ও ত্বক ক্যান্সার হতে পারে। করোনা ভাইরাস সুস্থ ও স্বাস্থ্যকর চামড়া ভেদ করতে পারে না।
12) ভিনেগার, চোলাইকরা তরল ও সুরা করোনা ভাইরাস দমনে কোনো কাজ করে না।
13) Listerine ( বীজবারক ) যা দিয়ে ক্ষত স্থানের প্রতিষেধকের কাজ করা হয় তা কাজে লাগবে যদি শতকরা পয়ষট্টি ভাগের বেশি অ্যালকোহল তাতে থাকে।
14) অবস্থানের স্থান যত সংকীর্ণ হবে এই ভাইরাস তত জেঁকে বসবে। খোলা আলো বাতাস যুক্ত জায়গা করোনা ভাইরাসের উপযুক্ত নয়।
15)শ্লৈষ্মিক ঝিল্লি, খাবার, তালা, কিছুর হাতল, স্যুইচ, বোতাম,রিমোট কন্ট্রোল, সেল ফোন,ঘড়ি, কম্পিউটার, টিভি,ট্যাপকলের চাবি ইত্যাদি স্পর্শ করার আগে পরে ও বাথরুম বা টয়লেটে যাবার পরে হাত ভালো করে ধুতে হবে।
16) হাত ধোওয়ার পর হাত যেন অনার্দ্র শুষ্ক থাকে কারণ ভাইরাস অণুগুলো ক্ষুদ্র সূক্ষ্ম খাজে লুকিয়ে থাকতে পারে।
17) বিশেষত হাতের আঙ্গুলের নখ ততই ছোট রাখতে হবে যতটা রাখলে মারণ ভাইরাস অণু লুকিয়ে না থাকতে পারে।
উপরোক্ত স্মারকলিপি সম্ভবতঃ বর্তমান প্রকৃত
পরিস্থিতির সঙ্গে খাপ খায়। তাই আমাদের এই পরামর্শগুলি অতি যত্নের সঙ্গে কার্যকরী করতে হবে।
+++++++++++++++++++++++++++++++++
বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেখা । ভুলত্রুটি থাকলে মন্তব্য করে সংশোধনের সুযোগ দেবেন।
***** !!!!!!!বারবার শেয়ার করে আপনার ও সকলের স্বার্থে দিকে দিকে ছড়িয়ে দিন ***** !!!!!!!
0 Comments
If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.