বিদ্যালয়ের শেষ দিন

আমাদের জীবনে বিদ্যালয়ের শেষ দিন টি অশ্রুসিক্ত, বেদনা বিধুর।
এই বিদ্যালয় আমাদের জীবনের মধুময় শৈশব পড়ে আছে। জীবনের কত আনন্দ বিস্বাদে কত স্মৃতি। কত বন্ধুর বন্ধুত্ব, কত শিক্ষকের স্নেহ শাসন উপদেশ। এতদিনের মিলনের মেলা ভেঙে চলে যেতে হচ্ছে-- অজানা ভবিষ্যতের দিকে। কতো আনন্দই না করেছিলাম স্কুল জীবনে। স্কুল জীবনের মতো সময় আর কোনদিন আসবেনা আমাদের জীবনে। স্কুল জীবনী হলো আনন্দ করার মূল স্থান। আজ দেখতে দেখতে দুই বছর কেটে গেল। স্কুলে থাকাকালে সমস্ত বন্ধু-বান্ধবী একসঙ্গে খেলাধুলা ,নাচ-গান প্রভৃতি করতাম। বন্ধুবান্ধবের মধ্যে কতইনা ছিল মিল। কিন্তু আজ সবাই আলাদা। স্কুল জীবন শেষ করার পর এই যে যার নিজস্ব রাস্তা খুঁজে নিতে থাকেন। আজ মনে হয় সত্যিই স্কুল লাইফ ইজ বেস্ট। এই লাইফটা তুমি কেঁদে মরে গেলেও আর পাবে না।
  মনে পড়ে সেই দিনের কথা যেদিন স্কুল থেকে বিদায় নেবার সেই দিনটির কথা‌। বিদায় জানাবার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন। ছাত্র বন্ধুদের বিদায় সম্ভাষণ, শিক্ষক মহাশয় গণের আশীর্বাদ, ফুল এবং বিদায় সংগীতে আমাদের জীবনের মধুরতম অধ্যায়ের উপর অশ্রুসিক্ত যবনিকাপাত।
বিদ্যালয় জীবনের স্মৃতি আমাদের জীবনে চির অক্ষয় হয়ে থাকবে।।

Post a Comment

0 Comments