সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় সামিটি পরীক্ষার প্রশ্নপত্র।
শ্রেণী: vii বিষয় : ইতিহাস সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১×১৪ =১৪
(ক) কবীরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে বলে-(ভজন / দোহা / কথকতা)।
(খ) মহাভারতের ফারসি অনুবাদের নাম- (হমজানামা/ তুতিনামা/রজমনামা)।
(গ) ___________ (টালি এবং ইট/ সিমেন্ট এবং বালি শ্বেতপাথর) ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো।
(ঘ) শ্রীকৃষ্ণবিজয় কাব্যের লেখকের নাম-(কাশীরাম দাস/ কৃত্তিবাস ওঝা/ মালাধর বসু)
(ঙ) শিবাজীর অভিষেক হয়েছিল - (১৬৭৪/১৬০০/১৬৯০/১৭০৪) খ্রিস্টাব্দ।
(চ) "হিন্দুপাদপাদশাহীর" আদর্শ গ্রহণ করেছিলেন- গুরু অর্জুন/প্রথম বাজিরাও/শিবাজী/গুরু তেগ বাহাদুর
(ছ) শিবাজীর মায়ের নাম - তারাবাঈ/জিজাবাই/যোধাবাই / লক্ষ্মীবাই )
(জ) শিকদার পন্থ বা পথ ঠিক করে দেন - বান্দা বাহাদুর / রনজিৎ সিংহ /গুরু গোবিন্দ সিংহ
(ঝ ) ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় - ( ২৬ শে জানুয়ারি / ১৫ ই আগস্ট/২৬ শে নভেম্বর / ২ রা অক্টোবর )
(ঞ) অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটা - ব্লক /জেলা/পৌরসভা)
(ট) ভারতীয় সংবিধান কার্যকর হয় - ২৬ শে নভেম্বর ১৯৪৯ / ২৬ শে জানুয়ারি ১৯৫০/ ১৫ ই আগস্ট ১৯৪৭
(ঠ) ভারতীয় সংবিধানের প্রধান রূপকারের এর নাম- বি আর আম্বেদকর / গান্ধীজী / কুতুব উদ্দিন
(ড) পৃথিবীর বৃহত্তম সংবিধান - আমেরিকার/ জাপানের/ ভারতের
(ঢ) শিখদের প্রথম গুরুর নাম - গুরু নানক / গুরু তেগ বাহাদুর / গুরু অর্জুন
2) শূন্যস্থান পূরণ কর : ১×৮ = ৮
(ক) 'সুফ' কথার অর্থ _____________।
(খ) বিবি কা মকবারা _________সম্রাটের আদতে তৈরি হয়।
(গ) লঙ্গরখানা চালু করেন _____________।
(ঘ) পুরন্দরের সন্ধি হয় _____________।
(ঙ) পঞ্চম শিবগুরু নাম ____________।
(চ) খালসা বাহিনী _________ প্রতিষ্ঠা করে।
(ছ ) ______দেশের সংবিধান লিখিত সংবিধান নয়।
(জ) সুলতানি ও মোগল যুগে ভারতের _________সরকার ছিল ।
3) একটি বাক্যে উত্তর দাও । ১×৮ = ৮
ক) সরকারের কাজ কি ?
খ) ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতির কথা কে প্রথম বলেছিল ?
গ) অষ্টপ্রধান কি ?
ঘ) শিবাজী কোন অস্ত্রের সাহায্যে আফজাল খানকে হত্যা করেছিলেন ?
ঙ) পুরন্দরের সন্ধিতে প্রধান চুক্তি বা সন্ধি কি ছিল ?
চ) হাম্পি কোন রাজ্যের রাজধানী ?
ছ) যে সুফি সাধকরা ইসলামী আইন মেনে চলত তাদের কি বলা হত ?
জ) কোন স্থানকে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় ?
4) নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও ( যেকোনো পাঁচটি ) । ২×৫=১০
ক) একটি দেশে সংবিধান কেন প্রয়োজন ?
খ) ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ?
গ) গুরু গোবিন্দ সিংহ নির্মিত পঞ্চম 'ক' কি ?
ঘ) নাম কীর্তন ও নগর কীর্তন বলতে কী বোঝো ?
ঙ) পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয় ?
চ) সরকারের কাজ কি কি ?
5) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো পাঁচটি) ৩×৫=১৫
ক) ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কী বোঝায়?
খ) শিবায়ন কী? এর থেকে বাংলার কৃষকের জীবনের কী পরিচয় পাওয়া যায়?
গ) শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কী ছিল?
ঘ) আমির খসরু সম্পর্কে লেখ।
ঙ) স্বায়ত্তশাসন বলতে তুমি কী বোঝো?
চ) সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল?
6) নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫×৩ =১৫
ক) বাংলার ভক্তিবাদী আন্দোলনে শ্রীচৈতন্যদেবের ভূমিকা সম্পর্কে আলোচনা কর? অথবা , ভক্তিবাদী আন্দোলনে কবিরের অবদান আলোচনা কর ?
খ) শিবাজী কিভাবে মারাঠা রাজ্য গড়ে তুলেছিলেন ? অথবা , মুঘলদের বিরুদ্ধে শিকদের সংগঠন সম্পর্কে আলোচনা কর ।
গ) টীকা লেখ : দ্বীন-ই-ইলাহী অথবা , পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলো কি কি কাজ করে ?
0 Comments
If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.