Q) জাতীয় জনসমাজের উপাদান গুলি আলোচনা করো। Class 11 2nd semester
উত্তর:
জাতীয় জনসমাজের উপাদানসমূহ:
জনসমাজকে জাতীয় জনসমাজে পরিণত করার পশ্চাতে যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা- 1) বস্তুগত বা বাহ্যিক উপাদানসমূহ এবং (2) ভাবগত উপাদানসমূহ।
1) বস্তুগত বা বাহ্যিক উপাদানসমূহ: উল্লেখযোগ্য বাহ্যিক উপাদানগুলি হল-
(I) ভৌগলিক ঐক্য : একই ভৌগোলিক ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বেশ কিছুসংখ্যক মানুষ বসবাস করার ফলে তাকে ঘিরে জনসমাজের মধ্যে একটি গভীর একাত্মবোধ গড়ে ওঠে। এই ভৌগোলিক ঐক্য (Geographical Unity) সেই জনসমাজকে প্রথমে জাতীয় জনসমাজে এবং পরে জাতিতে রূপান্তরিত করে তাদের মধ্যে স্বদেশপ্রেম সঞ্চারিত করে।
(ii) বংশগত ঐক্য: জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বংশগত বা কুলগত ঐক্যের (Racial Unity) উপর গুরুত্ব আরোপ করা হয়। কোনো সংঘবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে একই পূর্বপুরুষের বংশধর বলে মনে করে, তখন তাদের মধ্যে সুদৃঢ় একাত্মবোধ ও স্বজনপ্রীতির মনোভাব লক্ষ করা যায়।
(iii) ভাষাগত থক্য: জাতীয় জনসমাজ গঠনে ভাষাগত ঐক্য (Linguistic Unity) একটি অপরিহার্য উপাদান। ভাষার মধ্য দিয়েই মানুষ একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। তাই জার্মান দার্শনিক ফিক্টের মতানুসারে জাতীয় ঐক্য উদ্ভবের অন্যতম প্রধান উপাদান হল ভাষা, যা জাতির সাহিত্য, সংস্কৃতির ধারক ও বাহক।
(iv) ধর্মীয় ঐক্য: ধর্মীয় ঐক্য (Religious Unity)-এর ভিত্তিতে তথা একই ধর্মাবলম্বী জনগণ নিজেদের বিশ্বাসের ঐক্যে খুব সহজেই পরস্পরের নিকট এসে একাত্মতা লাভ করতে পারে, যা জাতীয় জননসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(v) রাষ্ট্রনৈতিক ঐক্য: দীর্ঘকালব্যাপী কোনো জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ঐক্যবোধের সৃষ্টি হয়। দৃষ্টান্তস্বরূপ ব্রিটিশ শাসনাধীনে থাকা ভারতবর্ষের কথা উল্লেখ করা যায়।
(vi) অর্থনৈতিক সমস্বার্থ: অর্থনৈতিক সমস্বার্থ হল জাতীয় জনসমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান। সমজাতীয় অর্থনৈতিক স্বার্থ -এর মাধ্যমেই কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে ঐক্যের পরিবেশ গড়ে ওঠে। এটি ছাড়া একটি জাতির বিভিন্ন অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না।
2) ভাবগত উপাদান :
উপসংহার : পরিশেষে বলা যায়, জাতীয় জনসমাজ গঠনের জন্য বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদানের মধ্যে কোনো একটিমাত্র উপাদান জাতিগঠনের ক্ষেত্রে অপরিহার্য নাও হতে পারে, উভয় উপাদানের মিলিত ভূমিকা অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
0 Comments
If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.