অ্যাথলেটিকস

অ্যাথলেটিক্সে যোগ না দিলে কোন দেশ অলম্পিকে অংশগ্রহণ করতে পারে না। ভারতের মধ্যে অ্যাথলেটিক্সের সূচনা কলকাতাতেই। বেঙ্গল প্রেসিডেন্সি স্পোর্টস এ যোগ দিতে সারা ভারত এবং বার্মার মুলুক থেকে শ্বেতাঙ্গ এবং সামরিক ও অসামরিক প্রতিযোগিরা কলকাতায় আসতেন। গড়ের মাঠে তাবু খাটিয়ে দীর্ঘদিন অনুশীলনের পর ইডেন উদ্যানে আয়োজিত প্রতিযোগিতায় তারা অংশ নিতেন। সে সময়ের সেরা বাঙালি অ্যাথলেটিক্সের মধ্যে ছিলেন বিজয় দাস, শিবদাস ভাদুরি, পি কে বিশ্বাস , জিতেন দাস গুপ্ত, এ এ আপকর প্রমুখ। পরবর্তীকালে জ্যোতির্ময়ী সিকদার( এশিয়াতে প্রথম স্বর্ণ জয়ী), নিলিমা ঘোষ, সোমা দত্ত প্রমুখ বাংলার সেরা অ্যাথলিটদের অন্যতম। ভারতের সরকার জ্যোতির্ময়ী কে 'রাজীব গান্ধী খেলরত্ন 'পুরস্কার সম্মানিত করেন। উনিশশো পচানব্বই খ্রিস্টাব্দে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন। আজও  এই অ্যাথলেটিক্স বিশ্বব্যাপী বিখ্যাত।

Post a Comment

0 Comments