ফাঁসির মঞ্চে সাইয়্যেদ কুতুবের জ্বালাময়ী ভাষণ

ফাঁসির মঞ্চে সাইয়্যেদ কুতুবের জ্বালাময়ী ভাষণ:
.
" আমার সেলে যখন ২/৩ দিনের অভুক্ত কুকুর ঢুকিয়ে দেয়ে হত, কিছুক্ষণ পর বের করার সময় আমার শরীরের এমন কোন জায়গা থাকত না যেখানে কুকুরের দাঁত অথবা নখের আচড় বসে নি। সে সময়ে আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতাম।
.
এরপর যখন আমার মাথায় গরম পানি ঢালা হত, তখন আমার মনে হত আমার মগজ যেন টগবগ করে ফুটছে । এই সময়ে আমি শাহাদাতের মৃত্যু কামনা করতাম।
.
যখন আমার মাথায় বরফের মত ঠাণ্ডা পানি ঢালা হত, আমার মনে হত আমার মাথা যেন শরীরের সাথে নেই। ঠিক সেই সময়টিতে আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর জন্য দু'আ করতাম। মনে হচ্ছে সেই সময় অত্যন্ত কাছে।
.
আমি শুনে অত্যন্ত আশ্চার্যান্বিত হয়েছি যে, মজলুমকে জালিমের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। আল্লাহর কসম, ক্ষমা প্রার্থনার কয়েকটা শব্দও যদি আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে, তারপরও তা আমার মুখ থেকে বের হবে না। আমি আল্লাহর কাছে এমনভাবে হাজির হতে চাই যে, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আর আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট। "

____ সাইয়্যেদ কুতুব শহীদ (রহঃ)
                  [অনুলিপি]

Post a Comment

0 Comments