1) রক্তের কোন কনিকা ব্যাকটেরিয়া ধ্বংস করে ? –শ্বেত রক্তকনিকা
2) কোন প্রাণীর দেহে ভেনাস হৃদপিন্ড দেখা যায় ? –মাছ
3) ভারতের যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ? জওহরলাল নেহেরু।
4) ফুটবল ম্যাচে একটি দল সর্বাধিক কতজন খেলোয়াড়কে বদলাতে পারে ? –৩ জন
5) দাবা খেলায় প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার আনন্দ –বিশ্বনাথন।
6) কোন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ? –গণদেবতা
7) ‘ The Fall of a Sparrow ‘ গ্রন্থটির রচয়িতা কে ? –সালিম আলী।
8) বাবর – এর পুরো নাম কী ? –জহিরউদ্দিন মহাম্মদ বাবর ।
9) তানসেনের সঙ্গীত গুরু কে ছিলেন ? –স্বামী হরিদাস ‘
10) সঙ্গীত রত্নাকর ‘ গ্রন্থের রচয়িতা কে ? –শারঙ্গদেব
11) পৃথিবীতে প্রাচীনতম বিজ্ঞান কোনটি ?-জ্যোতির্বিজ্ঞান
12) ভারতের দক্ষিনতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ? নিকোবর দ্বীপপুঞ্জে।
13) ফৌজি কার সভাকবি ছিলেন ? –আকবর ।
14) ‘ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ‘ বইটির লেখক কে ? –মহাত্মা গান্ধী ।
15) কম্পিউটারের IC চিপ তৈরীর প্রধান উপাদান কী ? –সিলিকন
16) সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি ? –শুক্র।
17) বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত ? –উত্তর আটলান্টিক মহাসাগরে।
18) সংস্কৃত ভাষার প্রাচীনতম অভিধান কোনটি ? –অমরকোষ।
19) প্রথম কোন মহিলার ছবি ভারতীয় ডাকটিকিটে ছাপা হয় ?-মীরাবাঈ।
20) হাইড্রোজেন বোমার আবিষ্কর্তা কে ? –এডওয়ার্ড টেলার।
21) ইন্দিরা গান্ধী কত সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ? –১৯৬৬ সালে।
22) ক্রিকেট বলের পরিধি কত ? –সর্বাধিক ২২.৯ সেমি .
23) দেবদাস উপন্যাসের রচয়িতা কে ? –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
24) রামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের রাষ্ট্র নামাঙ্কিত ? –ফিলিপাইনস।
25) প্রথম ভারতরত্ন সম্মান জয়ী কে ?-রাজা গোপালাচারী।
26) সাধারণ খাদ্য লবনের রাসায়নিক নাম কী ? –সোডিয়াম ক্লোরাইড।
27) তেহরী বাঁধ কোন নদীতে অবস্থিত ? –ভাগীরথী।
28) পাট রপ্তানীতে কোন দেশ প্রথমস্থান অধিকার করেছে ?-বাংলাদেশ।
0 Comments
If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.