একটি ছেলে একটি মেয়েকে পাগলের মত ভালবাসে... ভালোই চলছিল তাদের দিন কাল... কিছু দিন পর ছেলেটা খেয়াল করল মেয়েটা কেমন যেন হয়ে গেছে তাকে আর আগের মত ভালবাসে না... কিছুটা avoid করে চলে....... হঠাৎ একদিন মেয়েটা ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো... এতে ছেলেটা পাগলের মতো হয়ে গেল। পরে একসময় জানতে পারলো মেয়েটার নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে... ছেলেটা এই বিষয় নিয়ে মেয়েটিকে প্রশ্ন করতেই সে বলে অতীত ভুলে যাও.......... ছেলেটা খুবই কষ্ট পেল ফলে কাঁদতে কাঁদতে ফিরে এলো .......... সে কিছুতেই মেয়েটিকে ভুলতে পারলো না......... এই ঘটনার ৭মাস পর.............................. ছেলেটার কাছে মেয়েটার মৃত্যু সংবাদ এলো। কিন্তু ছেলেটা কিছুতেই এটা মেনে নিতে পারল না তাই সে খুঁজ নিয়ে জানতে পারল মেয়েটা মারা যাবার আগে ছেলেটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল...... মেয়েটার এক বান্দ্ববী এসে ছেলেটাকে চিঠিটা দিয়ে গেলো... মেয়েটা খুলে পড়তে আড়ম্ব করল....... তাতে লেখা ছিল................................... বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না যেদিন আমি জানলাম আমি আর ৬ মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় করতে শুরু করলাম...........কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাই নি। ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে.................. তাই সব সময় তোমার থেকে দূরে দূরে থেকেছি........................ ।যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকবো........যেখান থেকে আমি আর কখনোই ফিরে আসতে পারবো না আমার কারনে তোমার চোখে আমি অশ্রু দেখতে চাইনি......... তাই তোমার সাথে এমনটা করেছি.......... ক্ষমা করে দিয়ো........... চিঠি টা পরে ছেলেটার চোখের জলে চিঠি টা ভিজে গেলো......
0 Comments
If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.