একটা ভোরের বৃষ্টিভেজা দিন

             একটা বৃষ্টি ভেজা দিন;
আজ ভোর পাঁচটায় জানালা দিয়ে বাতাসের শোঁ শোঁ আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পরছে। আমি জা জানালার পাশে গেলাম ।তারপর আমি
একটা ভোরের বৃষ্টিভেজা দিন        ‐


জানালা দিয়া আমি বাইরের দির্শ দেখতে লাগলাম ,বাইরের তখন সবে পূব আকাশে সূর্য উদিত হচ্ছে, ও কি সুন্দর যে সেই দির্ষ একদম মন ভরে গেলো ।আমি দেখলাম সূর্যের পাশে ঘনো মেঘ সূর্যের গাঢ় লাল আলো মেঘ টিকে ঘেরে রেখেছে ,লাল সূর্যমামাকে দেখতে তখন খুব ই সুন্দর লাগছিল ,আর সেই সঙ্গে হালকা বৃষ্টি সে একদম অপরুপ সুন্দর যেটা বলে বা লিখে বোঝানো যাবে না। 
একটা ভোরের বৃষ্টিভেজা দিন
তার পর আমি আমার ঘরের জানালা টা খুলে দিলাম এবং বাইরের সেই হালকা হওয়া আমার মুখে এসে পরছিল । তখন আমার খুব ভালো লাগছিল । সেই সুন্দর মনোরম পরিবেশ শুধু আমার কেনো সবার ই ভালো লাগবে। 
একটা ভোরের বৃষ্টিভেজা দিন
আমি এই ভাবে কিছু খন বসে রইলাম আর দেখছিলাম আমার গার্ডেন এ যে ফুলের গাছ গুলো ছিল সে গুলো ফুলে ভরা ,আর আমার গার্ডেন এ যে সবুজ গাছ ছিল সে গুলোতে জিরি জিরি বৃষ্টি  তে ভিজে আছে ,ঘাসের আগায় বৃষ্টি  যেনো মুক্তো র মতন ধরে আছে , আর আমার গোলাপের ফুলে ও যেনো কত হিরে, মুক্তো যুলে আছে, কতোয় না সুন্দর সেই দৃশ্যে। 
একটা ভোরের বৃষ্টিভেজা দিন
আমি জানালার পাশে বসে বসে প্রকৃতির সন্দর্জ উপভোগ করতে লাগলাম।আমি হঠাৎ করেই দেখতে পেলাম আমার বাগানের পাশে সুন্দর একটা রামধনু । কি অপরুপ সেই সুন্দর দির্শো।ভোরের আকাশ,হালকা বাতাস, আর সেই সঙ্গে বৃষ্টি ভরা  গাছ, আর তার সঙ্গে আছে রামধনু বুঝতেই পারছেন আমি কেমন বর্ণনা দিতে চাইলাম।
একটা ভোরের বৃষ্টিভেজা দিন
একটি বার ভাবুন চোখের সামনে ভেসে ওঠা রামধনু দেখার মজাটাই একটু অন্য রকম তাই তো ।এটা তো শুধু প্রকৃতির সন্দর্যো। আর যারা প্রকৃতির সন্দর্যো উপভোগ করেছেন তারাই জানে একমাত্র শান্তি কি জিনিস।
একটা ভোরের বৃষ্টিভেজা দিন
এমন দৃশ্য সত্যি রোজ দেখতে ইচ্ছা করে ।মনে হই যেনো আমি কোনো অন্য জগৎ এ চলে গেছি ।শুধু আমি কেনো সবার ই মনে হবে এমন জগৎ সারা জীবন কাটিয়ে দিতে ।


ধীরে ধীরে সকাল হয়ে গেলো, আর বৃষ্টি থেমে গেলো ।তার পর আমি আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম ।সেই দিনের পর থেকে আমি রোজ এমন দৃশ্য দেখার জন্যে ভরে উঠতে লাগলাম।।


কেমন হয়েছে লেখাটা plzz কমেন্ট করে বলবেন।

Post a Comment

4 Comments

If you like the posts, you must comment. and if there is any problem , please let me know in the comments.