উপনিবেশিক প্রেক্ষাপট / বাংলার সিংহাসনে শেষ স্বাধীন নবাব কে ?

< h1 style="text-align: left;">অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: 

               প্রশ্নপর্ব - ১


1) বাংলার সিংহাসনে শেষ স্বাধীন নবাব কে ? তাঁর শাসনকাল উল্লেখ করো ।


ans: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদদৌলা। 
তাঁর শাসনকাল ১৭৫৬ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।

2) সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধের দুটি কারণ লেখো। [এ.বি.টি.এ. নমুনা]


সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধের দুটি কারণ হল— (i)কোম্পানির কর্মচারীরা দস্তক প্রথার অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্যে শুল্কছাড়ের সুযোগ নিলে সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধ বাঁধে। (i) নবাব সিরাজের আদেশ অমান্য করে ইংরেজ কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ ও দুর্গের ওপরে কামান বসালে সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধ বাঁধে।

3)আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ?


১৭৫৭ খ্রিস্টাব্দে নবাব সিরাজ-উদ্‌ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি হয়।

4) কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয় ?


১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন বাংলার নবাব সিরাজ উদদৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

5) বক্সারের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয় ?
[XI '09]


১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নবাব মিরকাশিম, অযোধ্যার নবাব সুজা-উদ্‌ দৌলা ও সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

6) বাংলার কোন্ নবাব দু-বার মসনদে বসেন?
সময়কাল উল্লেখ করো। নবাব মিরজাফর দু-বার মসনদে বসেন।


Ans :- ১৭৫৭ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথমবার এবং ১৭৬৩ থেকে ১৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয়বার মসনদে বসেন।

7) কবে কাদের মধ্যে বিদরার যুদ্ধ সংঘটিত হয় ?


• ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজ ও ইংরেজদের মধ্যে বিদরার যুদ্ধ সংঘটিত হয়।

8) কবে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয় ?


১৭৬০ খ্রিস্টাব্দে লালির নেতৃত্বে ফরাসি ও আয়ারকূটের নেতৃত্বে ইংরেজদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়।

9) মিরকাশিমের পর কে কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হয়েছিলেন ?


মিরকাশিমের পর মিরজাফর, ১৭৬৩ খ্রিস্টাব্দে
দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব হন।

10) কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়?


• ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার নবাব সুজা-উদদৌলার মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়।

11) সম্রাট দ্বিতীয় শাহ্ আলম কোন্ সন্ধির দ্বারা কাকে দেওয়ানি দান করেন? [এ.বি.টি.এ. নমুনা]


সম্রাট দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের দ্বিতীয় সন্ধি (১৭৬৫ খ্রি.) দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন।

12) কে কত খ্রিস্টাব্দে কোম্পানিকে দেওয়ানি পান করেন?


• দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ্ আলম ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি দান করেন।

13) দ্বৈতশাসন ব্যবস্থা কে, কবে প্রবর্তন করে ?


১৭৬৫ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে বাংলায় দ্বৈতশাসনের প্রবর্তন করেন।

14) 'দ্বৈতশাসন ব্যবস্থা' বলতে কী বোঝায়?


১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জেতার পর ক্লাইভ বাংলার শাসনব্যবস্থাকে দুভাগে ভাগ করেন। এই ধরনের শাসনব্যবস্থাকেই 'দ্বৈতশাসন ব্যবস্থা' বলে। এই শাসনব্যবস্থায় বাংলার নবাব ছিলেন নামমাত্র শাসক, প্রকৃত ক্ষমতা ছিল কোম্পানির হাতে।

15) কাদের মধ্যে কখন ম্যাঙ্গালোরের সন্ধি হয় ?


• ১৭৮৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির

গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে টিপু

সুলতানের ম্যাঙ্গালোরের সন্ধি হয় (এই সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়)। 

16) সলবাই-এর সন্ধি কবে কাদের মধ্যে হয়?


• ১৭৮২ খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মধ্যে সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয়।

17) অবশিল্পায়ন কাকে বলতে কি বোঝ ?অথবা, অবশিল্পায়ন কী? [এ.বি.টি.এ. নমুনা]


ভারতের চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত
সনাতন কুটিরশিল্পের ধ্বংসসাধন করে ব্রিটিশ দেশীয় শিল্পের সর্বনাশ করে, ভারত ইতিহাসে একে অবশিল্পায়ন বলা হয়।

18) ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? কে কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন ? 


১৭৯৮ খ্রিস্টাব্দে ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা
নীতি প্রবর্তন করেন। 
• হায়দ্রাবাদের নিজাম ১৭৯৯ খ্রিস্টাব্দে এটি সর্বপ্রথম গ্রহণ করেন।

19) কে, কোন্ উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ? [XI '09] 


লর্ড ওয়েলেসলি ভারতের দেশীয় রাজ্যগুলিকে
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন।

20) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?


১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় (তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে)।

21) কোন্ যুদ্ধে, কত খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয় ?


 চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে শ্রীরঙ্গপত্তমে ১৭৯৯
খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয়।

22 ) কবে, কাদের মধ্যে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয় ?

 ১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়।

23) বেসিন চুক্তিতে (১৮০২ খ্রি.) কোন্ পক্ষ বেশি লাভবান হয়েছিল?


বেসিন চুক্তি দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিই লাভবান হয়েছিল। কারণ এর ফলেই দাক্ষিণাত্যে একাধিপত্যের সুযোগ তাদের সামনে এসে যায়।

24) সগৌলির সন্ধি কবে ও কাদের মধ্যে হয় ? 


১৮১৬ খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ময়রা ও নেপালের মধ্যে সগৌলির সন্ধি হয়।


25) ইয়ান্দাবুর সন্ধি কবে ও কাদের মধ্যে হয় ? 


১৮২৬ খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর জেনারেল লর্ড আমহার্স্ট ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি হয়।

26) অমৃতসরের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল ?


১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহ ও ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে অমৃতসরের সন্ধি হয়।

27 )কবে ও কাদের মধ্যে চিলিয়ানওয়ালার যুদ্ধ হয়? 


• ১৮৪৯ খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ও শিখদের মধ্যে যুদ্ধটি হয়।

28 )কোন্ গভর্নর জেনারেলের শাসনকালে এবং কত খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


 লর্ড ডালহৌসির শাসনকালে ১৮৪৯ খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।

29) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? কুশাসনের অজুহাতে কোন্ রাজ্য তিনি দখল করেন ?


লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। কু-শাসনের অজুহাতে তিনি অযোধ্যা রাজ্যটি দখল করেন।

30) কে কেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন করেন ?[এ.বি.টি.এ. নমুনা]


গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ প্রশাসনকে সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত করার জন্য ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন করেন।

31) কবে কার দ্বারা ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ?


১৮০০ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়ম কলেজ স্থাপন করেন।

32) কবে ও কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় ?


১৮০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে এদেশে আগত তরুণ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, সামাজিক রীতিনীতি ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্য কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয়।


33) দ্বৈতশাসনের ফলে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষটি হয় সেটি কী নামে পরিচিত? কত খ্রিস্টাব্দে সেটির প্রাদুর্ভাব ঘটে?


দ্বৈতশাসনের ফলে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষটি হয়, তা ‘ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।

1770 খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে )সেটির প্রাদুর্ভাব ঘটে।


                   প্রশ্নপর্ব - 2


***** ইতিহাসসহ অন্যান্য বিষয়ের উপর  নোট পেতে              চাইলে নিচে কমেন্ট করুন। আমরা আপনাকে                সেই নোট দেওয়ার ব্যবস্থা করব।******











Post a Comment

0 Comments